Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২

ফটিকছড়িতে শাহ্ দৌলতিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার ফলাফল ও অভিভাবক সমাবেশ

মুহাম্মদ জিপন উদ্দীন, ফটিকছড়ি প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়িতে পীরে তরিকত, আরিফে কামেল, হযরতুল আল্লামা শাহ্ সূফী হাফেজ দৌলত খান (রহঃ)’র স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ দৌলতিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শনিবার (২৪ ডিসেম্বর) মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

হাইদ চকিয়া দরবারের শাহজাদা মাওলানা মো.রাহাত খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পাইন্দং ইউপির ৬নং ওয়ার্ড সদস্য মো.মহিন উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন- গাউসিয়া কমিটি পাইন্দং ইউপি শাখার সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল আনোয়ার ও আলহাজ্ব মাহবুবুল আলম, মাদ্রাসার সুপার মাওলানা রিদোয়ান হোসেন কাদেরী, মাওলানা ওসমানী গণী। এসময় সাংবাদিক জিপন উদ্দিন সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক, স্থানীয় ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।