Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে যানবাহন দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক:
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আবু তারেক নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নগরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তারেক দাঁতমারা ইউনিয়নের দাউয়াতের টিলা এলাকার আবু তাহেরের (দাঁতমারা জামাই হোটেলের মালিক) একমাত্র ছেলে। নিহত তারেকের দাঁতমারা বাজারে কালার পয়েন্ট এন্ড প্রিন্টার্স নামের একটি প্রতিষ্ঠান রয়েছে।

জানা যায়, ২৭ সেপ্টেম্বর বুধবার সকালে নিজের মোটরসাইকেলযোগে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার সময় ফটিকছড়ি-রামগড় সড়কের দাঁতমারা বাজারের আগে বাসের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয় তারেক। পরে স্থানীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পরবর্তী ন্যাশনাল হসপিটালে নিয়ে গেলে সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ ২২ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।