ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারের শাহী পুকুর থেকে ১৫ বছর বয়সী এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার সময় লাশটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া কিশোরের নাম নাঈমুল ইসলাম সিফাত । সে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজারস্থ বাটালি রোড এলাকার বাসিন্দা মো. ইছমাইল হোসেনের দ্বিতীয় সন্তান।
নিহতের চাচা জাবেদ জানান, নবম শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থী বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সাথে নিয়ে মাইজভাণ্ডার দরবার শরীফের মাজার জিয়ারত করতে আসে। সন্ধ্যা ৭টার দিকে সে মাজারের শাহী পুকুরে গোসল করতে নামলে তলিয়ে যায়।
বন্ধুরা অনেক চেষ্টা করেও তার কোন খোঁজ না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯’এ ফোন করে সহায়তা চাই। ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিদল।
সন্ধ্যা থেকে দু ঘন্টা সময় উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। অবশেষে রাত ৯টার দিকে কিশোর সিফাতের লাশটি উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা।