ফটিকছড়ি উপজেলা থেকে অপহৃত এক কিশোরীকে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— ফটিকছড়ি থানার হাইদচকিয়া গ্রামের মাহবুল আলমের ছেলে মিনহাজুল আলম রাহী (১৯) ও তার বড় ভাই মিরাজুল আলম (৩৩)। শনিবার (১২ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, গত ৯ আগস্ট সন্ধ্যায় ফটিকছড়ি এলাকা থেকে পূজার ফুল তোলার সময় কয়েকজন সহযোগীর সহায়তায় মিনহাজ এক কিশোরীকে অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পরদিন ১০ আগস্ট ফটিকছড়ি থানায় মামলা করেন। এরপর মেয়েকে উদ্ধারে র্যাবে অভিযোগ দেয় ভিকটিমের মা। এরপর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করে র্যাব। এরই ভিত্তিতে ১১ আগস্ট নগরের জিইসি মোড় এলাকা থেকে অপহরণকারী মিনহাজকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ভিকটিমকে উদ্ধার এবং মিনহাজের সহযোগী বড়ভাই মিরাজকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদেরকে ফটিকছড়ি থানায় সোপর্দ করে র্যাব।