Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রেসিডেন্টের ভাই শেখ সাইদের ইন্তেকাল, আমিরাতে তিন দিনের রাষ্ট্রীয় শোক

অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ভাই ও আবুধাবির শাসকের প্রতিনিধি শেখ সাইদ বিন জায়েদ আল নাহিয়ান ইন্তেকাল করেছেন।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) তিনি ইন্তেকাল করেন। তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে জানাযায় আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমস এর সূত্র থেকে।

ইতিমধ্যে দেশটির রাষ্ট্রপতির পক্ষ থেকে তথা আমিরাত সরকারের তরফ থেকে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) থেকে শনিবার (২৯ জুলাই) পর্যন্ত তিন দিনের জন্য আনুষ্ঠানিক শোক এবং পতাকা অর্ধনমিত করার ঘোষণা দিয়েছে।

১৯৬৫ সালে আল আইন শহরে জন্মগ্রহণ করেন শেখ সাইদ বিন জায়েদ আল নাহিয়ান। গত জুন ২০১০ সাল থেকে তিনি আবুধাবির শাসকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আবুধাবি প্রশাসনের পরিকল্পনা বিভাগের আন্ডার সেক্রেটারি হিসেবেও নিযুক্ত ছিলেন। তিনি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আবুধাবি এক্সিকিউটিভ কাউন্সিলের (ADCED) একজন প্রাক্তন সদস্য, শেখ সাঈদ বিন জায়েদ মেরিটাইম পোর্ট অথরিটির (আবু ধাবি) চেয়ারম্যানের পদও অধিষ্ঠিত ছিলেন।