Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২

প্রধানমন্ত্রীকে কটূক্তির লিঙ্ক শেয়ার, বিএনপিকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২২ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করা পোস্ট শেয়ার করায় ফরিদপুরের আলফাডাঙ্গায় উজ্জ্বল হোসেন নামের এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
উজ্জ্বল হোসেন উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত সালাম হোসেনের ছেলে।
 
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, এ কে এম উজ্জ্বল হোসেন (উজ্জ্বল) নামের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তির একটি লিঙ্ক শেয়ার করায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ একটি অভিযোগ করেন।
 
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, উজ্জ্বল হোসেনের ফেসবুক আইডি থেকে মানহানিকর তথ্য প্রকাশ করায় তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।