Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ৮ জানুয়ারি ২০২৪

প্রথমবার এমপি চট্টগ্রামের ৭ মুখ, সনির রেকর্ড

অনলাইন ডেস্ক:
জানুয়ারি ৮, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ৭টিতে এসেছে নতুন মুখ। এদের মধ্যে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিজয়ী একজন নারী। তিনি নির্বাচিত হয়ে গড়েছেন রেকর্ডও।

প্রথমবারের মতো নির্বাচিত এমপিরা হলেন, ফটিকছড়িতে খাদিজাতুল আনোয়ার সনি, সীতাকুণ্ডে এস এম আল মামুন, চান্দগাঁও-বোয়ালখালীতে আবদুচ ছালাম, পটিয়ায় মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া-লোহাগাড়ায় আবদুল মোতালেব, বাঁশখালীতে মুজিবুর রহমান সিআইপি ও মিরসরাইয়ে মাহবুব উর রহমান রুহেল।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ১ লাখ ৩৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি চট্টগ্রামের ইতিহাসে ২৮ বছর পর কোনো আসনে নির্বাচিত একমাত্র নারী সংসদ সদস্য। এর আগে ১৯৯৬ সালে চট্টগ্রাম-১৩ আসনের উপনির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ বেগম। গেল ৫০ বছরে চট্টগ্রামে খাদিজাতুল আনোয়ার সনিসহ মাত্র তিনজন নারী সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেছেন। যদিও একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন সনি।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড ও নগর আংশিক আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এস এম আল মামুন ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম-৮ চান্দগাঁও ও বোয়ালখালী আসনে আবদুচ ছালাম ৭৮ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে ১ লাখ ২০ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম-১৫ লোহাগাড়া ও সাতকানিয়া আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রাথী আবদুল মোতালেব ৮৫ হাজার ৬২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম-৬ বাঁশখালী আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান ৫৭ হাজার ৪১১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এছাড়াও চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল।

রোববার সন্ধ্যার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থেকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জয়ী প্রার্থীদের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নগরীর সাথে সংশ্লিষ্ট ৬ আসনের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম জিমনেসিয়াম নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে হয়েছে। এসব আসনে ৪২ দশমিক ৭০ শতাংশ ভোট পড়েছে।