Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ২৬ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাশের হার কম, চট্টগ্রামে জিপিএ ৫ নেমেছে অর্ধেকে

md mamun
নভেম্বর ২৬, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

২০২৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। গতবারের তুলনায় এবারের পাসের হার ৬ দশমিক ০৫ শতাংশ কম। এবার ১ লাখ ৩ হাজার ২৪৮ জন অংশ নিয়ে পাস করেছে ৭৫ হাজার ৯০৩ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৩৩৯ জন। যেখানে গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ৫০ শতাংশ। সেইসাথে পাস করাদের মধ্যে গতবার এই বোর্ডে জিপিএ-৫ পায় ১২ হাজার ৬৭০ জন। গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে এই বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ছাত্র পাসের হার ৭১ দশমিক ২৪ শতাংশ ও ছাত্রী পাসের হার ৭৭ দশমিক ২৩ শতাংশ। এছাড়াও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ৮৮৫ জন এবং ছাত্রী ৩ হাজার ৪৫৪ জন। যেখানে গতবার ছিল ছাত্র পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ ও ছাত্রী পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ। গতবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ৫ হাজার ৫৬৪ জন ও ছাত্রী ৭ হাজার ১০৬ জন।

বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল ৮৮ দশমিক ৪৫ শতাংশ। মানবিকে পাসের হার ছিল ৬৫ দশমিক ২২ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ছিল ৭৮ দশমিক ৫৫ শতাংশ।

এদিকে, শতভাগ পাস করেছে এমন কলেজের সংখ্যা ১২টি। যেখানে গতবার এ সংখ্যা ছিল ১৬টি। পাসের হার শূন্য এমন কলেজের সংখ্যা তিনটি। তারমধ্যে নগরের চান্দগাঁয়ের একটি। ওই প্রতিষ্ঠানের নাম ন্যাশনাল পাবলিক কলেজ। এ কলেজের ২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউই পাস করতে পারেনি। অন্যটি মহালছড়ির বৌদ্ধ শিশু গড় স্কুল এন্ড কলেজ এবং অপর প্রতিষ্ঠানের নাম মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ।

প্রসঙ্গত, এবারের পরীক্ষায় ২৭৯টি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্র ছিল ১১৩টি। পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৩১০ জন ও ছাত্রী ৫৪ হাজার ৬৩৯ জন। তিন বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছে ৯ হাজার ৯৮১ জন। মানবিক থেকে ১৯ হাজার ৯৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৮ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী।