Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ১১ ডিসেম্বর ২০২২

পাকিস্তানকে যারা ভালোবাসেন তাদের দেশে থাকার অধিকার নেই

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২২ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা নেসা ইন্দিরা বলেছেন, বিএনপি পাকিস্তানকে ভালোবাসে। পাকিস্তানকে যারা ভালোবাসেন তাদের বাংলাদেশে থাকার অধিকার নেই।
 
রোববার (১১ ডিসেম্বর) মুন্সিগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বলেছিলেন তারাই আজ বাংলাদেশের উন্নয়ন দেখে প্রশংসা করছেন। এ যেন ভূতের মখে রাম নাম। আজ স্বাধীনতার পরাজিত দোষরদের শক্তিরা ষড়যন্ত্র করছে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য বারবার চেষ্টা করেছে। এখনো তারা এ দেশের উন্নয়নকে মেনে নিতে পারছেন না।’
 
এরআগে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কার্যালয়ের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে প্রতিমন্ত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
 
আলোচনা সভায় জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুজ্জামান আনিস প্রমুখ উপস্থিত ছিলেন।