Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ৯ এপ্রিল ২০২৩

পরীক্ষা না দিতে পারায় বিষণ্নতা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলের কক্ষে ঝুলছিল ছাত্রী

অনলাইন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হলের নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের দ্বিতীয় তলার ২১০ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রয়াত রোকেয়া সুলতানা রুকু (২২) ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ সেমিস্টারের (২০১৯–২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি লালমনিরহাটে এবং তিনি বিবাহিত বলে তার সহপাঠীরা জানিয়েছেন। যোগাযোগ করা হলে তার স্বামী অভিযোগ করে বলেন, বিভাগ থেকে পরীক্ষা দিতে না দেওয়ায় তার স্ত্রী খুব হতাশায় ছিল। সেই হতাশা থেকেই আত্মহত্যা করেছে বলে দাবি তার।

চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, রোকেয়া সুলতানা শামসুন্নাহার হলের নিজ কক্ষে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ও পরে অবস্থা আশঙ্ক্ষাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডিনিউজ জানায়, হলের রুমমেটদের বরাতে প্রভোস্ট রাকিবা নবী জানান, কক্ষের মধ্যে ওই ছাত্রীকে ঝুলতে দেখে সহপাঠীরা ক্যাম্পাসের মেডিকেলে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তখনও তার হার্টবিট পাচ্ছিলেন। তবে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার মারা যাওয়ার কথা জানায়। আরেক প্রশ্নের জবাবে প্রভোস্ট জানান, প্রয়াত শিক্ষার্থী অসুস্থ থাকায় কয়েকটি পরীক্ষা দিতে পারেননি। এ কারণে অবসন্ন ছিল। ডিপ্রেশনের বিষয়টি বলে বলে সে কান্না করত বলে সহপাঠীরা জানিয়েছে। তবে এখনই আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তার পরিবারের সদস্যরা এখনও এসে উপস্থিত হয়নি, যোগ করেন তিনি।