Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২

নেদারল্যান্ডস বনাম কাতারের খেলা শুরু

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ২৯, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্বাগতিক হিসেবে কাতার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। শেষ রাউন্ডের ম্যাচটি তাদের জন্য আনুষ্ঠানিকতার।
 
তবে নেদারল্যান্ডসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আজ। কারণ, এই ম্যাচের ওপর নির্ভর করছে তাদের নকআউট ভাগ্য। এ জন্য কাতারকে হারাতেই হবে তাদের। নিজেরা হেরে গেলে বিশ্বকাপ থেকেই বিদায় নিদে হবে তাদের।
 
এমন পরিস্থিতিতে কাতারের বিপক্ষে শক্তিশালী একাদশই সাজিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচ শুরুর আগে দেখে নিন দু’দলের একাদশ।
 
নেদারল্যান্ডস: (ফরমেশন: ৩-৪-১-২)
 
আন্দ্রেস নোপার্ট, ভিরগিল ফন ডাইক, নাথান একে, তুরিন টিম্বার, ফ্রাঙ্কি ডি ইয়ং, মার্টেন ডি রুন, ডেভি ক্লাসেন, ড্যালি ব্লিন্ড, ডেঞ্জেল ডামফ্রিস, মেমপিস ডিপে, কোডি গাকপো।
 
কাতার একাদশ: (ফরমেশন: ৫-৩-২)
 
মেশাল বারশাম, বৌয়ালেম খৌখি, আবদেল করিম হাসান, পেদ্রোর মিগুয়েল, হুমাম আহমেদ, ইসমাইল মোহাম্মদ, অসিম মাদিবো, আবদুল আজিজ হাতেম, হাসান আল হাইদোস, আকরাম আফিফ, আলমোয়েজ আলি।