Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২

নগীরর বায়েজিদে তিন শতাধিক দোকান উচ্ছেদ

হাটহাজারী সংবাদ ডেস্ক
নভেম্বর ৮, ২০২২ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর বায়েজিদে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে উঠা প্রায় তিন শতাধিক দোকানপাট উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন । মঙ্গলবার ( ৮ নভেম্বর) সকালে বাংলাবাজার সড়ক, বায়েজিদ বোস্তামী বাজার সড়ক, নাসিরাবাদ শিল্প এলাকা সড়ক ও পলিটেকনিকেল মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, নগরীর বায়েদিজ বোস্তামী থানাধীন বাংলাবাজার সড়ক, বায়েজিদ বোস্তামী বাজার সড়ক, নাসিরাবাদ শিল্প এলাকা সড়ক ও পলিটেকনিকেল মোড় এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা প্রায় তিন শতাধিক দোকানপাট উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাতের জায়গা অবৈধ দখলমুক্ত করে সর্বসাধারণের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।
 
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র‌্যাব-৭, বায়েজিদ থানা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন ।