Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ২৫ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দেড় ডজন মামলার আসামি গিট্টু অস্ত্রসহ আটক

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন জঙ্গল ছলিমপুর এলাকায় থেকে ১৮ মামলার আসামি মো. জাহাঙ্গীর আলম প্রকাশ গিট্টু জাহাঙ্গীরকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। গিট্টু জাহাঙ্গীর (৪০) চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার নোয়াপাড়া এলাকার মৃত আলীর ছেলে। তিনি জঙ্গল সলিমপুর ছয় নম্বর সমাজে বসবাস করতেন।
 
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, জঙ্গল ছলিমপুর এলাকায় শনিবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশিয় প্রযুক্তিতে তৈরি এসবিবিএল এবং ৪টি কার্তুজসহ গিট্টু জাহাঙ্গীরকে আটক করা হয়।
তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি এবং মারামারিসহ ১৮টি মামলা রয়েছে৷ তিনি আরও জানান, অবৈধ অস্ত্র দিয়ে গিট্টু দীর্ঘদিন যাবৎ ছিন্নমূল এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।