Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাটহাজারীর আবিদ হাসান

অনলাইন ডেস্ক:
নভেম্বর ১৫, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে হাটহাজারীর এক প্রবাসী যুবক। তার নাম মুহাম্মদ আবিদ হাসান। মঙ্গলবার (১৪ নভেম্বর) মধ্য রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে।

আবিদ হাসানের বাড়ি হাটহাজারী মেখল ইউনিয়নের মোজাফফরপুর এলাকায়। এ ঘটনায় আবিদ হাসান মাথা ও মুখে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে গুরতর আহত হয়।

জানা যায়, আবিদ গত কয়েক বছর ধরে আমিরাতে মোটরসাইকেল যুগে ডেলিভারির কাজ করতেন। সেই ধারাবাহিকতায় গত কাল রাতেও একটি ডেলিভারি নিয়ে যাবার সময় পথেই এ দুর্ঘটনার শিকার হয়।