সংযুক্ত আরব আমিরাতে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন হাটহাজারী উপজেলার তিন কৃতি সন্তান।
রোববার (১৭ ডিসেম্বর) দুবাই বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলাদেশ বইমেলার সমাপনী দিনে এই মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রধান অতিথি এমিরেটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম এই সম্মাননাপত্র ও উত্তরীয় পরিয়ে দেন।
হাটহাজারীর ৩ কৃতি সন্তান প্রেসক্লাব ইউএই’র দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (ঢাকা পোস্ট, এশিয়ান টেলিভিশন ও হাটহাজারী সংবাদের সম্পাদক), তথ্য সম্পাদক ইশতিয়াক আহমেদ (চ্যানেল টোয়েন্টি ফোর), সদস্য খোরশেদুল আলম জাসেদসহ (নাগরিক টিভি, বাংলাদেশ প্রতিদিন) এ বছর বিশেষ সাংবাদিকতার জন্য ১৫ জন সাংবাদিক এই সম্মাননা পান।
দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞানি ড. রেজা খান, কবি ও লেখক শিহাব শাহরিয়ার।