Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২৩ নভেম্বর ২০২২

দুধ দিয়ে গোসল করে আর আর্জেন্টিনা সমর্থন না করার ঘোষণা যুবকের

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে তিন কেজি দুধ দিয়ে গোসল করে জীবনে আর আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন না করার ঘোষণা দিয়েছেন আসিফ (২৬) নামে এক যুবক। মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের সিএন্ডবি মোড় এলাকায় দুধ দিয়ে গোসল করেন তিনি।
 
আসিফ কুড়িগ্রাম পৌর শহরের চর কুড়িগ্রাম সিএন্ডবি মোড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
 
স্থানীয়রা জানান, আসিফ আর্জেন্টিনা দলের একজন কট্টর সমর্থক ছিলেন। বিশ্বকাপ ফুটবল এলেই প্রিয় দল আর্জেন্টিনার প্রতি অগাধ ভালোবাসায় বাড়িতে আর্জেন্টিনার পতাকা, গায়ে জার্সি পরে এলাকা ঘুরতেন। প্রিয় দলের সমর্থকদের বিভিন্নভাবে উৎসাহ যোগাতেন। গতকালও তার ব্যতিক্রম ছিল না। কাঙ্ক্ষিত দল জিতবে বলে খেলা দেখতে প্রজেক্টরের সামনে বসে ছিলেন তিনি। শেষ পর্যন্ত প্রিয় দল হেরে যাওয়ায় আশাহত হয়ে সবার সামনে দলের প্রতি অনীহা প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে আজীবনের জন্য আর্জেন্টিনা সমর্থন করবেন না বলে জানান তিনি।
 
এ ঘটনার দেড় মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হলে আসিফকে নিয়ে এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে সমালোচনার ঝড় ওঠে।
 
এ বিষয়ে আসিফ বলেন, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আর্জেন্টিনা দলকে সাপোর্ট করে আসছি। মনে প্রাণে আর্জেন্টিনাকে ভালোবাসি। আমার এ বয়সে জানা মতে আর্জেন্টিনা বিশ্বকাপ ট্রফি নিতে পারেনি। বড় দলের সাপোর্টার হয়ে প্রতি বারই লজ্জায় পড়েছি। তাই সিদ্ধান্ত নিলাম যতদিন বেঁচে থাকব আর কখনো আর্জেন্টিনাকে সাপোর্ট করব না।
 
আর্জেন্টিনার পরিবর্তে অন্য দলকে সাপোর্ট করার বিষয়ে তিনি বলেন, অন্য দল সাপোর্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। তবে এবার থেকে দলগুলোর খেলা দেখে বুঝেশুনে সাপোর্ট করব। যাতে এত বড় লজ্জায় না পড়তে হয়।
 
কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. লোবান হাসান বলেন, বিশ্বকাপ ফুটবল একটি জাতীয় খেলা। এ খেলাকে ঘিরে নানা দলের সমর্থক থাকতে পারে। তবে খেলাকে কেন্দ্র করে সমর্থকদের মাঝে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
 
প্রসঙ্গত, গতকাল কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও সৌদি আরবের মধ্যকার ম্যাচটিতে ২-১ গোলে পরাজিত হয় আর্জেন্টিনা।