Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২

দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ শুরুর আগে দলের মূল স্ট্রাইকার করিম বেনজেমাকে ইনজুরির কারণে হারায় ফ্রান্স। কিন্তু এবারের ব্যালন ডি’অর জয়ী রিয়াল মাদ্রিদ তারকার অভাব বুঝতেই দিলেন না অলিভিয়ে জিরুদ ও কিলিয়ান এমবাপ্পেরা।

তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নিল গতবারের চ্যাম্পিয়নরা।
২০২২ বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর ম্যাচে আজ আল জানুব স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল।

ফরাসিদের হয়ে জোড়া গোল করেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড জিরুদ। আর নিজে এক গোল করার পাশাপাশি জিরুদের গোলে ভূমিকা রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। বাকি গোল আদ্রিওঁ রাবিওর।