Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২৮ নভেম্বর ২০২২

দাখিল পরীক্ষায় নাঙ্গলমোড়া মাদরাসার সাফল্য

হাটহাজারী সংবাদ ডেস্ক
নভেম্বর ২৮, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী নাঙ্গলমোড়া শামছুল উলুম ফাযিল (ডিগ্রি) মাদরাসার দাখিল পরীক্ষা- ২০২২ (শিক্ষাবর্ষ ২০২০-২০২১) এ মোট ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, তন্মধ্যে ৫৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
 
এর মধ্যে ‘এ’ প্লাস পেয়েছেন ০৫ জন, ‘এ’ পেয়েছেন ৩২ জন, ‘এ’ মাইনাস পেয়েছেন ১১ জন, ‘বি’ পেয়েছেন ০৫ জন, পাশের হার ৯৬.৪৩%।
 
এই সাফল্যের জন্য মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব ছালেহ আহমাদ আনছারী মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া আদায় করেন। সাথে সাথে শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান।