Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩

তরমুজ খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ: ফটিকছড়িতে ২ ঘন্টার মধ্যে ধর্ষক গ্রেফতার

অনলাইন ডেস্ক
এপ্রিল ৬, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়িতে শিশু ধর্ষণের ২ ঘণ্টার মধ্যেই খাজা মিয়া (৬০) নামে এক ‘আসামিকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার খাজা মিয়া ফটিকছড়ি থানার গোয়াছ এলাকার মৃত রজব আলীর ছেলে।

বুধবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় গোয়াছ ফটির এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, ভিকটিমের পরিবার ও আসামির পরিবার পাশাপাশি ভাড়া বাসায় থাকতো। গত ৪ এপ্রিল দুপুর ১২টায় শিশুটি তাদের বসতঘরের সামনে খেলছিল। এসময় খাজা মিয়া তরমুজ খাওয়ানোর কথা বলে ভিকটিম শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে শিশুটির মা দৌড়ে আসলে ধর্ষক খাজা মিয়া পালিয়ে যায়। পরে শিশুর মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় গতকাল ভোর সাড়ে ৪টায় অভিযান চালিয়ে উপজেলার গোয়াছ ফটির এলাকা থেকে আসামি খাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।