Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ডেনমার্ক বনাম তিউনিশিয়ার ম্যাচ শুরু

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ২২, ২০২২ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামছে ডেনমার্ক। মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় ৭ টায় মাঠে নামছে দু’দল। জয়ের ব্যাপারে আত্নবিশ্বাসী ডেনমার্ক ও তিউনেশিয়া।
 
প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় দু’দল। তিউনেশিয়া ৩-৪-২-১ ফরমেশন নিয়ে মাঠে নামছে তারা। অন্যদিকে ডেনমার্ক মাঠে নামছে ৩-৫-২ ফরমেশন নিয়ে।
 
তিউনেশিয়া একাদশ: আনমেয় দামেন, মনতাসার তালবি, ইয়াছিন মেরিয়াহ, ডিলান ব্রন, মোহাম্মদ ড্রাগার, এলিয়াস শাকিরি, আইসা লাইডোনি, আলি আবিদ, বেন সিলিমান, ইউসুফ মাসাকনি, ইসসাম জেবালি।
 
ডেনমার্ক একাদশ: ক্যাসপার স্কিমিয়েল, জোয়াকিম এন্ডারসন, সিমন কাজের, আন্দ্রেস ক্রিস্টেনসন, রাসমুস ক্রিস্টেনসন, থমাস ডিলানি, ক্রিস্টান এরিকসন, এমিল হজবেজার্গ, জোয়াকিম মাহিলা, আন্দ্রেস অলসেন, ক্যাসপার ডলবার্গ।