Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ৩১ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু আক্রান্ত হয়ে জবি ছাত্রদল নেতার মৃত্যু

হাটহাজারী সংবাদ ডেস্ক
অক্টোবর ৩১, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেঙ্গু আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ ফজলুল হক রোমানের মৃত্যু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
মৃত শেখ ফজলুল হক রোমান নড়াইল জেলার নড়াগাতী থানার টোনা গ্রামের ওলিয়ার শেখের ছেলে।

নড়াইল সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (২৯ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রোমান। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে রোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জবি ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন শেখ ফজলুল হক রোমান।