কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে নির্মিত ষষ্ঠ স্টেডিয়াম আল থুমামা। ২২ অক্টোবর আমির কাপ ফাইনাল খেলার মধ্যে দিয়ে উদ্বোধন করা হয় সাদা গাহফিয়া টুপির আদলে নির্মিত এ স্টেডিয়াম।
দোহা থেকে ১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আল থুমামা স্টেডিয়ামটি। মধ্যপ্রাচ্যের আরব সংস্কৃতির এক অনন্য উদাহরণ গাহফিয়া। আরবের পুরুষদের ঐতিহ্যবাহী বিশেষ ধরনের টুপি এই গাহফিয়া।
আল থুমামায় গ্রুপ পর্বের ৫টি ম্যাচসহ শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের জন্য নির্মিত স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৪০ হাজার হলেও বিশ্বকাপের পর ব্যয় সংকোচনের জন্য তা কমিয়ে ২০ হাজারে নেয়া হবে।
গাহফিয়ার ডিজাইন ছাড়াও স্টেডিয়ামের আশেপাশের এলাকার পরিবেশের দিকেও নজর দিয়ে বিশেষভাবে নকশা করা হয়েছে স্টেডিয়ামটির। স্টেডিয়ামের আশেপাশের সেচের জন্য পুনব্যবহৃত পানি ব্যবহারের ব্যবস্থা থাকায় অন্যান্য স্টেডিয়ামের চেয়ে এখানে ৪০ ভাগ বেশি বিশুদ্ধ পানি সংরক্ষণ করা সম্ভব হয়েছে।
এক নজরে আল থুমামা স্টেডিয়াম:
স্বাগতিক শহর: দোহা
সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতা: ৪০,০০০
মোট ম্যাচ: ৭টি (গ্রুপ পর্বের ম্যাচ, শেষ-১৬, কোয়ার্টার ফাইনাল)