Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২

টানা দুই গোল সৌদির, পিছিয়ে পড়লো মেসিরা

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ২২, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

৩৬ বছরের খরা ঘোচানোর আশা নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে লিওনেল মেসিরা। ‘সি’ গ্রুপের খেলায় সৌদি আরবের বিপক্ষে শক্তির পরীক্ষা দিচ্ছে লা আলবাসিলেস্তারা। ১-০ গোলে এগিয়ে বিরতিতে গেলেও স্কোর ধরে রাখতে পারেনি মেসিরা। টানা দুটি গোল খেয়ে পিছিয়ে পড়েছে মেসির দল।
 
বিরতির পর ফিরে এসেই গোল শোধ করেছে সৌদি আরব। ৪৮ মিনিটে গোল করে স্কোর সমান করেন আল শেহরিয়ার। আর ৫৩ মিনিটে গোল করে সৌদিকে লিড এনে দেন সেলিম আল আল দাওশারি।
 
এর আগে বিকাল ৪টায় শুরু হওয়া ম্যাচের শুরুতে গোল পেয়েছে আর্জেন্টিনা। আল দায়ানের লুসেইল স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নারের পর ডি বক্সের মধ্যে ফাউল করেন সৌদি আরবের মোহাম্মেদ ক্যানো। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে ফাউল ধরে পেনাল্টি শাস্তি দেন রেফারি। স্পট কিক থেকে আলতো ছোঁয়ায় সৌদি গোলরক্ষককে ফাঁকি দিয়ে উল্লাসে মাতেন মেসি। সেই সঙ্গে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরাও।
 
এই রিপোর্ট লেখা পর্যন্ত ম্যাচের ৬০ মিনিটের খেলা চলছিল। ততক্ষণে ১-২ গোলে পিছিয়ে ছিল মেসিরা। আর্জেন্টিনা ও সৌদি আরব ছাড়া ‘সি’ গ্রুপের অপর দুটি দল হলো পোল্যান্ড ও মেক্সিকো।