Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জমিয়তুল ওলামা ক্বওমী মাদরাসা শিক্ষা বোর্ডের মার্কাজি পরীক্ষার পুরস্কার বিতরণী

মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী
সেপ্টেম্বর ২১, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জমিয়তুল ওলামা ক্বওমি মাদরাসা শিক্ষা বোর্ড  চট্টগ্রাম এর কর্তৃক আয়োজিত (১৪৪৪-৪৫) হিজরী মোতাবেক ২০২৩ সালের মার্কাজী পরীক্ষায় অংশগ্রহণ কারী  মেধা তালিকার ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে  চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার কধুরখীল মিফতাহুল উলুম মাদরাসার  মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী কধুরখীল মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান সাহেব, উদ্বোধনী বক্তব্য রাখেন জমিয়ত শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা কে.এম.আলমগীর মাসউদ আরবনগরী, প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের সভাপতি মদুনাঘাট ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ সেহাবুদ্দীন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি রাউজান সায়্যিদুস শুহাদা মাদরাসার মুহতামিম  মাওলানা হাজী ইউছুপ, বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক গশ্চি ইমদাদুল উলূম মাদরাসার মুহতামিম  মাওলানা শফিউল আলম সাহেব  , অর্থ সচিব ও কান্দি পাড়া মাদরাসা র মুহতামিম মাওলানা ক্বারী শহীদুল্লাহ সাহেব, জমিয়ত সহ সভাপতি ও সওদাগর পাড়া মাদরাসার মুহতামিম  মাওলানা আব্দুল গফুর সাহেব,জমিয়ত সহ সভাপতি বদুপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুচ্ছমি ,লাম্বুর হাট মাদরাসার মুহতামিম  মাওলানা হারুন সাহেব , জমিয়ত সহ সভাপতি ও কুয়েশ আশরাফিয়া কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম জনাব  মাওলানা আব্দুস সাত্তার সাহেব ,জমিয়ত শুরা সদস্য ও কচুখাইন মাদরাসার নির্বাহী পরিচালক  মাওলানা শহীদুল্লাহ রামুভী, খলিলাবাদ মাদরাসার শিক্ষা পরিচালক  মাওলানা নুরুল হক , ইউ, এ, ই, দুবাই শাখার সাধারণ সম্পাদক  মাওলানা আব্দুর রহিম মাদার্শাহী,দলই নগর মদিনাতুল উলুম মাদরাসার মাওলানা নেজাম উদ্দিন দলই নগর, মাওলানা শফিকুল ইসলাম নোয়াপাড়া দারুল উলুম মাদরাসা , সচিব মাওলানা কলিমুল্লাহ, মাওলানা জয়নুল আবেদীন আরব নগর মাদরাসা,  মাওলানা এহছানুল করিম কধুরখীল, মুফতি মাহমুদুল  করিম বদুপাড়া, মাওলানা ইছহাক বেতাগী,মাওলানা নেজাম উদ্দিন মদুনাঘাট।

ছয় উপজেলার মার্কাজী পরীক্ষায় উর্ত্তীণ মেধা তালিকার প্রায় ২৭ ছাত্র কে নগদ অর্থ সহ পুরস্কৃত করা হয়