Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১০ ডিসেম্বর ২০২২

জমকালো আয়োজনে রক্তবন্ধু ফোরাম চট্টগ্রামের প্রথম বর্ষপূর্তি

হাটহাজারী সংবাদ ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

জমকালো আয়োজনে চট্টগ্রামের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন ‘রক্তবন্ধু ফোরাম চট্টগ্রাম’র প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (৯ ডিসেম্বর) হাটহাজারী রোডস্থ আল জামান রেস্টুরেন্টে রক্তবন্ধু ফোরাম চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ রহিম বাদশা’র সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এক টাকার বস্ত্র সংগঠনের পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক পুলিশ মুহাম্মদ শওকত হোসেন পিপিএম।
 
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নগর তারা ফাউন্ডেশনের উপদেষ্টা ও চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সংবর্ধিত অতিথি ছিলেন মুসাইদাহ ফাউন্ডেশন এর পরিচালক লায়ন আবু হাসান।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম (উত্তর) মহানগর এর মহিলা সম্পাদিকা বিশিষ্ট কবি বিবি ফাতেমা, মা’আরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার পরিচালক সাংবাদিক মোহাম্মদ আল আজাদ, হাটহাজারী সংবাদ এর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জনবাণী হাটহাজারী প্রতিনিধি মুহাম্মদ আবু নোমান, সিপ্লাস টিভির হাটহাজারী প্রতিনিধি মোহাম্মদ শোয়েব, বাংলাদেশ মানবাধিকার কমিশন হাটহাজারী পৌরসভার সভাপতি মাওলানা আবদুল আজিজ প্রমুখ।
 
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রক্ত বন্ধু ফোরাম চট্টগ্রামের সদস্য মুহাম্মদ হাবিব উল্লাহ, মোহাম্মদ ইমন, মুহাম্মদ সাকিব বুইয়ান, আবদুর রহমান রাফি, সৈয়দ মাকসুদা, মারজানা আনিকা, হুমাইরা ইসলাম, ফারিয়া সুলতানা, জান্নাতুল ইভান, এস কে ইয়াছিন, মেহেরুন নেছা, ওয়াসিম রানা।
 
জমকালো কর্মসূচীর মধ্য দিয়ে দুই শতাধিক মানুষের বিনামূল্যে ব্লাড গ্রুপিং, শীতবস্ত্র বিতরণ, হাফেজদের কুরআন শরীফ উপহার সহ ভোজন বিলাসের মাধ্যমে অনুষ্ঠান উদযাপিত হয়।
 
এছাড়া অতিথিদের সংবর্ধনা ও বিভিন্ন মানবিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। এতে সম্মাননা প্রাপ্ত সংগঠন হলো নগরতারা ফাউন্ডেশন , ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরাম কর্ণফুলী, কর্ণফুলী উপজেলা ব্লাড ব্যাংক, কল ফর হিউমিনিটি অব বাংলাদেশ, নব তরুণ ব্লাড ব্যাংক, হাফেজ জিন্নাহ ব্লাড ডোনাস, রক্তের বন্ধনে আমরা, হলদিয়া তরুণ ব্লাড ডোনার্স, স্বপ্নময় মানব কল্যানমুখী সংগঠন, চট্টগ্রাম লাল ভালোবাসা ব্লাড ডোনার”স সোসাইটি (CLVBDS), সাতকানিয়া পৌরসভা ব্লাড ডোনাস সোসাইটি Alo Poor Foundation and Blood Donation, রক্তকণিকা ব্লাড ব্যাংক, পটিয়া ব্লাড ডোনেট ক্লাব, লোহাগাড়া তরুণ প্রজন্মের দল, আলোকিত বটতলী Life Saver blood donation, রাউজান ব্লাড ডোনাস, জাফত নগর ব্লাড ডোনার্স, কর্ণফুলী নারী সংগঠন, পতেঙ্গা ব্লাড ব্যাংক,গাউছিয়া ব্লাড ডোনাস সহ আরো অনেকেই।
 
সবশেষে রক্তবন্ধু ফোরাম চট্টগ্রাম এর সভাপতি রহিম বাদশা’র সমাপণী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।