Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২১ নভেম্বর ২০২২

চোট পেয়ে মাঠ ছাড়লেন ইরানের গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ২১, ২০২২ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সেটপিস মুভমেন্টে সতীর্থের সঙ্গে ধাক্কা চোট ইরানের গোলরক্ষক আলিরেজার। আলিরেজার চোট গুরুতর ছিল। দীর্ঘক্ষণ চিকিৎসার পরে মাঠে ছাড়লেন তিনি। হোসেন হোসেইনি ওয়ার্ম আপ করে মাঠে নামলেন। এত বড় মঞ্চে তাঁর অবশ্য সে ভাবে খেলার অভিজ্ঞতা নেই।
 
খেলার প্রায় ৩০ মিনিট হয়ে গেল। কিন্তু দুই দলই গোলের মুখ খুলতে পারেনি। তবে এখনও পর্যন্ত আক্রমণে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। তার জায়গায় হোসাইন হোসেইনি মাঠে নেমেছেন।
 
আজ সোমবার বিশ্বকাপের দ্বিতীয় দিনের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ চলছে। প্রথমার্ধের এক গোলে এগিয়ে ইংল্যান্ড। তবে ম্যাচের ১০ মিনিটে নিজেদের মধ্যে সংঘর্ষে কনকাশন নিয়ে মাঠ ছাড়েন তিনি।
 
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। তিন ফরোয়ার্ড, দুই অ্যাটাকিং মিডফিল্ডার ও এক ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে একাদশ সাজিয়েছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট।
 
ইংল্যান্ডের শুরুর একাদশ: পিকফোর্ড, ট্রিপিয়ার, হ্যারি মাগুইরে, জোন স্টোনস লুক শ’ ডিক্লান রিস, ম্যাসন মাউন্ট, বেলিংহ্যাম, সাকা, হ্যারি কেইন, র্স্টালিং।