Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চবি ছাত্রলীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: কাদের

অনলাইন ডেস্ক:
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সম্প্রতি ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রয়োজনে কঠোর হওয়র হুঁশিয়ারিও দেন তিনি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে। এমন ঘটনা যাতে না ঘটে, সেজন্য যত কঠোর হওয়া দরকার আমরা হবো।

এর আগে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুইটি উপপক্ষ। এতে পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।