Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২৬ জুলাই ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন ডেস্ক
জুলাই ২৬, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের( চবি) সিনেট অধিবেশনকে কেন্দ্র করে বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল চারটায় রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের আশেপাশে এ উচ্ছেদ অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

এ সময় অবৈধভাবে দখল করে তৈরি করা দোকান স্থাপনা পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজীম শিকদার বলেন, আর কয়েকদিন পরেই বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন। এদিন প্রধানমন্ত্রীর দপ্তরসহ দেশের নানা গুরুত্বপূর্ণ জায়গা থেকে ব্যক্তিবর্গরা আসবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জায়গায় অনুমতি ছাড়া কেউই দখল করতে পারে না। আমরা এর আগেও এরকম উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য রক্ষার্থে ভবিষ্যতেও এ ধরণের কর্মসূচি আমরা অব্যাহত রাখব।

এসময়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজীম শিকদারের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রক্টর আহসানুল কবির, নাজেমুল মুরাদ, রুকন উদ্দিন ও সৌরব সাহা জয়।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের কর্মকর্তা শেখ মুহাম্মদ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।