Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ১২ ডিসেম্বর ২০২২

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২২ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সতেরো বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের সামনের ফাঁকা অংশে সম্মেলন উদ্বোধন হয়।
 
সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ওড়ানো হয় সাদা পায়রা।
 
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বড় পর্দায় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নির্মিত তথ্যচিত্র দেখানো হয়। চট্টগ্রামে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্রও দেখানো হয়েছে।
 
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান, ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
 
সম্মেলন শুরুর আগে থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন শহরে। সোমবার সকাল থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে সম্মেলনস্থলে জড়ো হন। এ সময় তারা বিভিন্ন পদপ্রত্যাশীর পক্ষে স্লোগান দেন।