চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হাত-পা বেঁধে শাহাব উদ্দিন (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বণিক পাড়া সুয়াদার ভাঙা এলাকার বাঁশ ঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, পেশায় দিনমজুর শাহাব উদ্দিনের বাড়ি উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। তার বাবার নাম নুর আহমদ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।