Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পাসের হার ৮০.৫০ শতাংশ

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৫০ শতাংশ। কমেছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ জন পরীক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের ১ লাখ ১ হাজার ২৫১ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। পাস করেছে ৮৯ হাজার ৬২ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ৯৯ হাজার ৬২৮ জন। পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েঠে, জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে আছে।

ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৫৬৪ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ১০৬ জন ছাত্রী। তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে ৯১ দশমিক ৩০ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৩ দশমিক ৮৩ শতাংশ এবং মানবিকে পাস করেছে ৭৩ দশমিক ৩ শতাংশ।

 

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ হাজার ৩০৭ জন শিক্ষার্থী। যার মধ্যে উক্তীর্ণ হয়েছে ১৬ হাজার ৭১৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৮ হাজার ৫৯৭ জন এবং ছাত্রী ৮ হাজার ১১৮ জন।

মানবিক বিভাগ থেকে এবার অংশ নিয়েছে ৪০ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী। পাস করেছে ২৯ হাজার ৯৩৯ জন। যার মধ্যে ছাত্র ১১ হাজার ৫০১ জন এবং ছাত্রী ১৮ হাজার ৪৩৮ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এ বছরের পরীক্ষায় অংশ নিয়েছে ৩২ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী। পাস করেছে ২৭ হাজার ৩৭৮ জন। যাদের মধ্যে ছাত্র ১৪ হাজার ৫১৪ জন এবং ছাত্রী ১২ হাজার ৮৬৪ জন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এ ফলাফল ঘোষণা করেন। শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে ফলাফলের তথ্য উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ। এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক রেজাউল করিম, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি।