Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পাঁচ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক:
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়ার কূল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জোরারগঞ্জ থানার মোর্শেদ আলমের ছেলে হাসান মাহমুদ রুবেল (৩৪), মিরসরাই থানার কদরুল ইসলামের ছেলে জাফরুল মনির (২৪), একই থানার জিয়া উদ্দিনের ছেলে কাইয়ুম মাহমুদ (২০) ও শফিউল আলমের ছেলে তৌহিদুল আলম তারেক (২৫)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আজ (শনিবার) সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।