নভেম্বর মাসের ২০ দিনে চট্টগ্রামে ১৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে এ তথ্য। সর্বশেষ শনিবার নগরীর পার্কভিউ হাসপাতালে মো. ফয়সাল আবছার নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। তাছাড়া এই ২০ দিনে ১ হাজার ৪২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
২০ নভেম্বর দুপুরে দেওয়া সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে ৪ হাজার ১০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি মাসের এই ২০ দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। বর্তমানে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ১৮২ জন চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মহানগরীতে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে সেপ্টেম্বর মাসের শুরু থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত চট্টগ্রামে ৩১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগ শিশু ও বৃদ্ধ বলে জানান তিনি।