Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ১৯ ডিসেম্বর ২০২২

চট্টগ্রামে ঘন কুয়াশার পূর্বাভাস

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২২ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

জেঁকে বসতে শুরু করেছে শীত। সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। এমন পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
 
পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার সামান্য পরিবর্তনের ইঙ্গিত দেয়া হয়েছে।
 
অন্যদিকে সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
 
সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।
 
সোমবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, শ্রীমঙ্গলে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কুমিল্লায় ১২ দশমিক ২ ডিগ্রি।