Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামসহ সারাদেশে ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক:
নভেম্বর ১৫, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এর মধ্যে দেশব্যাপী চলছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর পঞ্চম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ।

সবমিলিয়ে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামসহ সারাদেশে ২১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।