Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১৩ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় ‘মোখা’ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক
মে ১৩, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে দুই দিনের জন্য সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। শনিবার (১৩ মে) বিকেলে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অফিসের তথ্যমতে ঘূর্ণিঝড় ‘মোখা’ যেকোন সময় বাংলাদেশে আঘাত হানতে পারে। এ জন্য আগামীকাল রবিবার ও পরদিন সোমবার বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হলো।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ শক্তিশালী রুপ ধারণ করছে। কক্সবাজার ও চট্টগ্রামে এর প্রভাব বেশি পড়তে পারে। এই অবস্থায় শিক্ষার্থীদের নিরাপদ স্থানে অবস্থান করার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ১৬ তারিখ চবির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।