বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র পবিত্র ৯৪ তম খোশরোজ শরিফ উপলক্ষে গুমানমর্দ্দনে মুরব্বিদের শাল উপহার, হিফজখানা ও এতিমখানার ছাত্রদের মাঝে বস্ত্র বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, হারুন ভাণ্ডার দরবার শরীফ শাখার ব্যবস্থাপনায় পূর্ব গুমান মর্দ্দন আল-মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সহ-সভাপতি সোহেল রানার সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, মিশকাত হাকিম আরাফ, নাতে মোস্তফা পেশ করেন, হাফেজ মোহাম্মদ হাসান এবং মাইজভাণ্ডারী কালাম পেশ করেন, জুবায়ের সাইফুল।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, হারুন ভাণ্ডার দরবার শরীফ শাখার সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, হাটহাজারী উপজেলার সাংগঠনিক সমন্বয়ক আলহাজ্ব মোহাম্মদ হুসাইন মঞ্জু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুমানমর্দ্দন ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ মুজিবুর রহমান মুজিব। এতে স্বাগত বক্তব্য রাখেন, সাজ্জাদুল আলম তানবীর।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিধান চন্দ্র বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন, ডাক্তার মোহাম্মদ শফিউল আলম, মোজাহের মাষ্টার, নুরুচ্ছাপা মাষ্টার, এহসানুল হক বাবুল, মোহাম্মদ ইসমাইল, নাসিমুল হক, মঈন উদ্দিন, মোহাম্মদ আলমগীর, ইউপি সদস্য নাঈম উদ্দিন ও মাসুম রানা জুয়েল ।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের মোহাম্মদ জাফর ইকবাল, লোকমান হাকিম, সাইফুল ইসলাম, জুবায়ের, মিটু, রিফাত, সাবের, জয়, তানবীর ও এলাকার গন্যমান ব্যক্তিবর্গ।