Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩

গাছের পাতা কাটা নিয়ে ভাইয়ের হাতে বোন ‘খুন’

অনলাইন ডেস্ক
মে ১৮, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের আনোয়ারায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে ফাতেমা বেগম (৪৫) নামে এক বোন হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। নিহত ফাতেমা বেগম স্থানীয় মৃত নুরুল ইসলামের মেয়ে ও নূর সোবহানের স্ত্রী।
 
বুধবার (১৭ মে) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা ও থানা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে ফাতেমা বেগমের সাথে তার চাচাতো ভাই রেজাউল করিম ও তার পরিবারের সদস্যদের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটলে ফাতেমা বেগম আহত হয়। গুরুতর আহতাবস্থায় ফাতেমাকে স্বজনরা চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান ফাতেমা বেগম।
 
পরে দিবাগত রাত ১২টায় পুলিশ বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ পুনরায় চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচাতো ভাই রেজাউল করিম ও তার পরিবারের লোকজন পলাতক আছেন।
 
নিহতের ভাই মো. আমিন বলেন, আমার বোনকে রেজাউল করিম ও তার পরিবারের সদস্যরা বেধড়ক মারধর করে। আঘাতের কারণে তিনি মারা যায়। আমরা হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
 
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, তুচ্ছ বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্ততি চলছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।