Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১১ মার্চ ২০২৩

গরু চোরাচালানের ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

অনলাইন ডেস্ক
মার্চ ১১, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের আলীকদমে সীমান্তে দিয়ে গরু চোরাচালানকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মিসবাহ উদ্দিন (২৩) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন গিয়াস নামে আরও একজন।

শুক্রবার (১০ মার্চ) দিবাগত রাতে কুরুকপাতার ইউনিয়নের ইন্দুরমুখ নামক এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মিসবাহ উদ্দিন আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের মহিউদ্দিনের ছেলে।

জানা গেছে, রাতে সীমান্ত সড়ক দিয়ে গরু আনতে যান কয়েকজন চোরাকারবারি। সীমান্ত দিয়ে অবৈধ গরু নিয়ে আসার পর ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়।

আলীকদম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।