Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২৩ নভেম্বর ২০২২

ক্রোয়েশিয়া-মরক্কো প্রথমার্ধ গোলশূন্য ড্র

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

গোল হয়নি ক্রোয়েশিয়া ও মরক্কো ম্যাচের প্রথমার্ধে। আজ বুধবার কাতার বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে দুই দলের লড়াই ছিল প্রায় সমান সমান। মাঝ মাঠকে প্রাধান্য দিয়ে খেলেছে দুই দল। নিজেদের রক্ষণভাগ ঠিক রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল।
 
তবে ম্যাচের প্রমার্ধের ইনজুরি সময়ে ক্রোয়েশিয়াকে গোলবঞ্চিত করেছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। লুকা মদরিচের বাড়ানো বলে ছোট বক্স থেক শট নিয়েছিলেন নিকোলা ভ্লাসিচ। কিন্তু গোলরক্ষক সেই বল ঠেকিয়ে দেন দুর্দান্তভাবে। না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারত বর্তমান রানার্সআপরা।