রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ইদ্রিচ খান চৌধুরী বাড়ির মোজাফফর হোসেন চৌধুরীর পুত্র মাঈনুদ্দিন চৌধুরী। গণপূর্ত বিভাগের ঠিকাদার ছিলেন মাঈনুদ্দীন। স্ত্রী, দুই সন্তান আয়েশা (১৫) ও মোতাচ্ছিন (১০)-কে নিয়ে নগরীর নাসিরাবাদে বাসায় থাকতেন।
গত ০২ নভেম্বর বেড়াতে যান ভারতে। ১১ নভেম্বর ভারত থেকে তার মৃত্যু সংবাদে পুরো পরিবার ভেঙ্গে পড়ে। পরিবারের একমাত্র ছেলে-সন্তানকে হারিয়ে ইদ্রিচ খান চৌধুরী বাড়িসহ গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
নিহত মাঈনুদ্দীনের বোন জামাতা কামাল উদ্দিন জানান, এমন আকস্মিক দুঃসংবাদে পুরো পরিবারটাই ভেঙে পড়েছে।
এই ঘটনায় নিহত হন রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইমন দাশ গুপ্ত।
শনিবার (১১ নভেম্বর) কাশ্মীরের স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে সাফিনা নামের একটি হাউস বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলী অনিন্দ্য কৌশল চুয়েটের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী। তাঁর বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠাছড়া ইউনিয়নে। রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহত ইমন দাশ গুপ্ত চুয়েটের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী। চট্টগ্রাম গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম নগরীর আসকার দিঘীর পাড়ে ইমন পরিবার নিয়ে বাস করতেন। তাঁর বাড়ি রাউজান উপজেলার বিনাজুরি এলাকায় ।
এদিকে উল্লিখিত দুই প্রকৌশলীর মৃত্যুতে গভীর শোক ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, চট্টগ্রাম জেলার সভাপতি মো. তৌফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. করিম উদ্দিন।