আগামীকাল বুধবার জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে বিদ্যুৎ বিভাগ। সকাল ৭টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। তবে কাজ সম্পাদন সাপেক্ষে তারও আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ নিউমুরিং এর আওতাধীন ১১ কেভির নিউমুরিং-০১, ০২, ০৪, ১১ নং ফিডার এর আওতায় আজাদ কলোনি, ওয়াশিল চৌধুরী পাড়া, ব্যারিস্টার কলেজ এলাকা, মাইলের মাথা, ঈশান মিস্ত্রী হাট, এমপিবি গেট, সীম্যান্স হোস্টেল, ইসহাক ব্রাদার্স, তক্তার পোল, মাইজ পাড়া, বাকের আলী ফকিরের টেক, ২নং সাইট, সার্চ চৌধুরী পাড়া, আনুর বাপের চা দোকান, বাকের আলী ফকিরের টেক, বরখান পাড়া, নীলাচল আ/এ, খাজা খিজির রোড।