হাটহাজারী উপজেলার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ২০২২ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। সোমবার দুপুরে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
এবারের এসএসসি পরীক্ষায় ৩০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০২ জন পরীক্ষার্থী বিভিন্ন গ্রেডে কৃতকার্য হয়েছে। তন্মধ্যে ১৪৬ জন শিক্ষার্থী ‘এ’ প্লাস পেয়েছে, পাশের হার ৯৯.৬৭ শতাংশ ।
হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন হাটহাজারী সংবাদকে এ বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি কৃতিত্বপূর্ণ এ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান।