হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ২০২২ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। সোমবার দুপুরে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
এবারের এসএসসি পরীক্ষায় ১৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৬ জনই বিভিন্ন গ্রেডে কৃতকার্য হয়েছে। তন্মধ্যে ৪৩ জন শিক্ষার্থী ‘এ’ প্লাস পেয়েছে, পাশের হার শতভাগ।
কৃতিত্বপূর্ণ এ ফলাফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান কর্তৃপক্ষ।