Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ৭ আগস্ট ২০২৩

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন এইচএসসি পরীক্ষার তারিখ পেছনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (৭ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হয় শিক্ষার্থীরা।

এ মুহূর্তে চার দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হলো;

১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।

২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।

৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়।

৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।