Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসিতে উত্তীর্ণদের সংবর্ধনা

হাটহাজারী সংবাদ ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২২ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

হটাহাজারী উপজেলার ঈদগাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
 
বুধবার (৭ ডিসেম্বর) কলেজ ভবনের হল রুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি জনাব মুহাম্মদ ইসমাইল হোসেন।
 
ঈদগাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কাউখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলাম আরজু।
 
এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মুহাম্মদ নূরুল ইসলাম, মুহাম্মদ আজিজুল হক চৌধুরী, মুহাম্মদ ওসমান গণি এনাম, মুহাম্মদ নুরুল আমিন সওদাগরসহ অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ