Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২১ নভেম্বর ২০২২

ইরানের বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ২১, ২০২২ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের ‘বি’ গ্রুপে রয়েছে ইরান, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং ওয়েলস। নিজেদের প্রথম ম্যাচেই আজ মাঠে নামছে দল চারটি। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং ইরান। আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নেমেছে এই দুই দল।
প্রথম ম্যাচে প্রতিপক্ষ কে, সেটা বিবেচ্য বিষয় নয় ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের সামনে। এ কারণে ইরান হলেও শক্তিশালী একাদশই গঠন করেছেন তিনি। সেরা দলটিই মাঠে নামাচ্ছেন তিনি। একাদশটাও বেশ আক্রমণাত্মক। ৪জন ডিফেন্সে রেখে মিডফিল্ড এবং ডিফেন্সিভ হাফ মিলিয়ে রেখেছেন আরও দুই জন। এরপর অ্যাটাকিং মিডফিল্ডে রেখেছেন ৩ জনকে। সবার ওপরে রেখেছেন একজন অ্যাটাকার। রাহিম স্টার্লিংকে দিয়ে আক্রমণ সাজানোর পরিকল্পনা করলেও তার পেছনে রেখেছেন ম্যাসন মাউন্ট, বুকায়ো শাকা, হ্যারি কেইনের মত ফুটবলারদের।
সে তুলনায় ইরানও কম শক্তিশালী নয়। তারাও সেরা একাদশ নিয়ে মাঠে নামছে। ফরমেশন কিছুটা রক্ষণাত্মক। তবে মিডফিল্ডটা দখলে রাখতে চায় তারা। এ কারণে ইরান কোচের ফরমেশনটা হলো ৪-৫-১।
ইংল্যান্ড একাদশ : ফরমেশন (৪-২-৩-১)
জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কিয়েরান ত্রিপিয়ার, ম্যাসন মাউন্ট, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, রাহিম স্টার্লিং, বুকায়ো শাকা।
ইরান একাদশ: ফরমেশন (৪-৫-১)
আলিরেজা বেইরানভান্ড, মাজিদ হুসেইনি, রুজবেহ চেশমি, মিলাদ মোহাম্মদি, সাদেঘ মোহাররামি, এহসান হাজসাফি, আহমদ নুরুল্লাহ, মোর্তেজা পৌরালিগাঞ্জি, আলি করিমি, আলিরেজা জাহানবক্স, মেহেদী তারেমি।