চট্টগ্রামের বাঁশখালীতে ৭শ’ পিস ইয়াবাসহ আব্দুর রহমান (২৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পুটখালী ব্রিজের পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজার এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আব্দুর রহমান কক্সবাজারের টেকনাফের ১ নম্বর ওয়ার্ডের মিঠা পানির ছড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
বাঁশখালী থানার এসআই আজিমুল হক সিভয়েসকে বলেন, ‘টেকনাফের যুবক আব্দুর রহমান ইয়াবা নিয়ে আসছিলেন চট্টগ্রামে। চেকপোস্টে সিএনজি তল্লাশির সময় ব্রাজিলের জার্সি পরা আব্দুর রহমানকে ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’