Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ২০ নভেম্বর ২০২২

আল-জায়নব এবং স্টেডিয়াম ৯৭৪

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ২০, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

মরুর দেশ কাতার বিশ্বকাপ ফুটবলে এবার খেলা হচ্ছে ৮টি ভেন্যুতে। সেই ভেন্যু পরিচিতি নিয়ে ঢাকা পোস্টের আয়োজনে এবার থাকছে স্টেডিয়াম ৯৭৪ এবং আল-জায়নব স্টেডিয়াম নিয়ে প্রতিবেদন।
 
আল-জায়নব স্টেডিয়াম
 
শহর: আল-ওয়ারকাহ
আসনসংখ্যা: ৪০ হাজার
ম্যাচ: ৭ ( গ্রুপ পর্ব ৬ ও দ্বিতীয় রাউন্ড ১)
দূরত্ব: ৩০ কিলোমিটার
 
দোহার দক্ষিনাঞ্চলীয় শহর আল-ওয়ারকাহতে এই স্টেডিয়ামটি অবস্থিত। কাতারের ঐতিহ্যবাহী বিশেষ নৌকার আদলে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে। এই ধরনের নৌকার সাহায্যে সমুদ্রে মাছ ধরা ও মুক্তা আহরণ করা হয়।
 
২০১৯ সালে এই স্টেডিয়াম উদ্বোধন হয়। এই স্টেডিয়ামে আমির কাপের ফাইনাল হয়েছিল।
 
স্টেডিয়াম ৯৭৪
আসন: ৪০ হাজার :
ম্যাচ : ৭ (গ্রুপ পর্ব ৬ ও দ্বিতীয় রাউন্ড ১)
দূরত্ব: ২৬ কিলোমিটার
 
৯৭৪ নম্বরটি কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড। একই সঙ্গে স্টেডিয়াম নির্মাণে যে কন্টেইনার ব্যবহার করা হয়েছে তার সংখ্যাও ৯৭৪। এই স্টেডিয়ামে সাতটি ম্যাচ অনুষ্টিত হবে। এর মধ্যে একটি করে ম্যাচ খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা।
 
গত বছর ২০ নভেম্বর এই স্টেডিয়ামের উদ্বোধন। ফিফা আরব কাপের প্রথম ছয় ম্যাচের ভেন্যু ছিল এই স্টেডিয়াম। বিশ্বকাপের পর এই স্টেডিয়ামটি পুরোপুরি ভেঙ্গে ফেলা হবে। তবে ভেঙে ফেললেই এই স্টেডিয়াম নিশ্চিহ্ন হয়ে যাবে না, অন্য কোথাও নিয়ে প্রায় একই রূপে এই স্টেডিয়াম তৈরির সুযোগ আছে বলে জানিয়েছেন আয়োজকরা।