বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীন ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামী বুধ, বৃহস্পতি ও জুমাবার (১,২,৩ নভেম্বর) আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
এ মাহফিলে দেশের খ্যাতিমান ইসলামী স্কলার, প্রখ্যাত মুফাসসিরীনে কেরাম, আলেম-উলামা, পীর মাশায়েখ তাশরীফ রাখেন। বর্তমান সময়ে মাহফিলটির জনপ্রিয়তা ও গুরুত্ব সর্বসাধারণের নিকট সমাদৃত। যার কারণে এ মাহফিলটি শ্রবণের জন্য ধর্মপ্রাণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় প্রহর গুণতে থাকেন।
তাছাড়াও মাহফিলটি বর্তমান সময়ে চট্টগ্রামের বৃহত্তম মাহফিলে পরিণত হয়েছে। মাহফিলটি চট্টগ্রামের উপজেলাগুলোতে সীমাবদ্ধ নেই। আশ-পাশের জেলার ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়।
এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত দিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটি।